শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩
>>>[বাংলা ২য় পত্র : ২০১৪ সালের এস এস সি এর প্রস্তুতি]<< -:বহুনির্বাচনি প্রশ্ন :- প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। {সন্ধি} ১. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে? ক. বিসর্গ সন্ধি খ. স্বরসন্ধি গ. ব্যঞ্জনসন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি সঠিক উত্তর: খ. স্বরসন্ধি ২. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? ক. বিসর্গ সন্ধি খ. বাংলা সন্ধি গ. স্বরসন্ধি ঘ. ব্যঞ্জনসন্ধি সঠিক উত্তর: ক. বিসর্গ সন্ধি {পুরুষ ও স্ত্রীবাচক শব্দ} ১. ‘তিনি’ কোন পুরুষের রূপ? ক. মধ্যমপুরুষের খ. নামপুরুষের সাধারণ রূপ গ. নামপুরুষের সম্ভ্রামাত্মক রূপ ঘ. উত্তম পুরুষের রূপ সঠিক উত্তর: গ. নামপুরুষের সম্ভ্রামাত্মক রূপ ২. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক. সমার্থে খ. ক্ষুদ্রার্থে গ. বৃহদার্থে ঘ.বিপরীতার্থে সঠিক উত্তর: খ. ক্ষুদ্রার্থে ৩. বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার? ক. তিন খ. চার গ. দুই ঘ. পাঁচ সঠিক উত্তর: ক. তিন ৪. মধ্যমপুরুষ ও নামপুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে— ক. ভবিষ্যৎকালে খ. অতীতকালে গ. বর্তমানকালে ঘ. বর্তমান ও ভবিষ্যৎকালে সঠিক উত্তর: ক. ভবিষ্যৎকালে {দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ} ১. দ্বিরুক্ত শব্দগুলো কত প্রকার? ক. তিন প্রকার খ. দুই প্রকার গ. এক প্রকার ঘ. ছয় প্রকার সঠিক উত্তর: ক. তিন প্রকার ২. বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে কী বলা হয়? ক. পদাত্মক দ্বিরুক্তি খ. অনুকার দ্বিরুক্তি গ. বাক্যের দ্বিরুক্তি ঘ. ধনাত্মক দ্বিরুক্তি সঠিক উত্তর: ক. পদাত্মক দ্বিরুক্তি ৩. ‘আমি আজ জ্বরজ্বর বোধ করছি’— এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে? ক. সামান্য খ. আধিক্য গ. আতিশয্য ঘ.ধারাবাহিকতা সঠিক উত্তর: ক. সামান্য ৪. ‘আমার জ্বরজ্বর লাগছে’—কোন শব্দের উদাহরণ? ক. দ্বিরুক্ত শব্দ খ. দেশি শব্দ গ. তদ্ভব শব্দঘ. তৎসম শব্দ সঠিক উত্তর: ক. দ্বিরুক্ত শব্দ ৫. ‘বাবুল হাড়ে হাড়ে শয়তান’— এখানে ‘হাড়ে হাড়ে’ কী অর্থ প্রকাশ পেয়েছে? ক. দুষ্ট অর্থ খ. আধিক্য গ. সতর্কতা ঘ. সময় সঠিক উত্তর: খ. আধিক্য {বচন} ১. বচন অর্থ কী? ক. সংখ্যার ধারণা খ. গণনার ধারণা গ. ক্রমের ধারণা ঘ. পরিমাণের ধারণা সঠিক উত্তর: ক. সংখ্যার ধারণা ২. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়? ক. অর্থগত খ. আকৃতিগত গ. উচ্চারণগত ঘ. অবস্থানগত সঠিক উত্তর: খ. আকৃতিগত ৩. কেবল কোন কোন পদের বচনভেদ হয়? ক. বিশেষ্য ও সর্বনাম খ. সর্বনাম গ. অব্যয় ঘ. বিশেষণ সঠিক উত্তর: ক. বিশেষ্য ও সর্বনাম ৪. ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ? ক. পারিভাষিক খ. তৎসম গ. তদ্ভব ঘ. বিদেশি সঠিক উত্তর: ক. পারিভাষিক ৫. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না? ক. কালভেদে খ. বচনভেদে গ. পুরুষভেদে ঘ. বর্ণনাভেদে সঠিক উত্তর: খ. বচনভেদে {পদাশ্রিত নির্দেশক} ১. যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায়, তার নাম কী? ক. পদাশ্রিত নির্দেশক খ. সংখ্যা গ. বচন ঘ. উৎসর্গ সঠিক উত্তর: ক. পদাশ্রিত নির্দেশক ২. পদাশ্রিত নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা কী হয়? ক. সুনির্দিষ্ট হয় খ. অনির্দিষ্ট হয় গ. নিরর্থক হয় ঘ. ভুল অর্থে সঠিক উত্তর: ক. সুনির্দিষ্ট হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন