শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩
#HSC Exam-2014 Preparation Sub: Business Organization & Management #এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পাঠদান শেষে কতিপয় জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর তৈরি #ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রে ব্যবসায় সংগঠন অংশে অংশীদারি ব্যবসায় সংগঠন এবং যৌথ মূলধনী ব্যবসায় অধ্যায় পাঠদান শেষে তোমাদের সুবিধার্থে কতিপয় জ্ঞান মূলক প্রশ্ন বের করা হল। উক্ত জ্ঞানমূলক প্রশ্ন থেকে কিছু প্রশ্ন বহুনির্বাচনি জ্ঞান মূলক অংশে আসতে পারে, কিছু প্রশ্ন অনুধাবন মূলক প্রশ্নে রূপান্তর করা যেতে পারে এবং কিছু প্রশ্ন দিয়ে উদ্দীপক তৈরি করা যেতে পারে। উক্ত উদ্দীপক থেকে আবার জ্ঞানমূলক উত্তর বের করা যেতে পারে। সেই হিসাবে প্রতিটি অধ্যায়ের খুব সীমিত জ্ঞান মূলক প্রশ্ন উদ্দীপক তৈরি করার জন্য নির্বাচন করা যেতে পারে। উদাহরণ হিসাবে অংশীদারি ব্যবসায় কী ? এটি একটি জ্ঞান মূলক প্রশ্ন। ঠিক এই জ্ঞান মূলক প্রশ্নকে অনুধাবন করতে চাইলে হবে, অংশীদারি ব্যবসায় বলতে কি বুঝায় ? আবার এই অংশীদারি ব্যবসায়ের জ্ঞানমূলক উত্তর দিয়ে একটি পূর্ণাঙ্গ উদ্দীপক তৈরি করা যাবে। তার মানে দাঁড়ালো জ্ঞানমূলক প্রশ্ন সকল প্রশ্ন এবং ঘটনার কেন্দ্র বিন্দু। আর তাই নিম্নোক্ত জ্ঞানমূলক প্রশ্ন সমূহ তোমাদের জন্য উপস্থাপন করা হল। এর থেকে পরবর্তীতে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে আমরা উদ্দীপক তৈরি করার চেষ্টা করব বলে আশা রাখি। ৪র্থ অধ্যায় (ব্যবসায় সংগঠন) অংশীদারি ব্যবসায় সংগঠন: ১. অংশীদারী ব্যবসায় কী ? উত্তর :চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একের অধিক ব্যক্তি কর্তৃক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত ব্যবসাকে অংশীদারি ব্যবসায় বলে। ২.অংশীদারি ব্যবসা কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয় ? উত্তর :অংশীদারি ব্যবসা ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হয়। ৩.অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কত জন ? উত্তর: অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ২০ জন। ৪. ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বোচ্চ কত জন ? উত্তর :ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বোচ্চ ১০ জন থাকে। ৫. কোন সম্পর্কের ভিত্তিতে অংশীদারি ব্যবসায়ের সৃষ্টি হয়? উত্তর :অংশীদারদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে অংশীদারি ব্যবসায়ের সৃষ্টি হয়। ৬. কোনটি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি? উত্তর :চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। ৭.লিখিত চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় কী গঠিত হতে পারে ? উত্তর :লিখিত চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে। ৮. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কী বাধ্যতামূলক ? উত্তর :অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। ৯.অংশীদারি ব্যবসায় গঠনে জন্য পৌরসভা থেকে কী সংগ্রহ করতে হয় ? উত্তর :অংশীদারি ব্যবসায় গঠনের জন্য পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। ১০. অংশীদারি ব্যবসাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ? উত্তর :অংশীদারি ব্যবসাকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। ১১. সাধারণ অংশীদারি ব্যবসায় কী? উত্তর :যে অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় সীমাহীন থাকে এবং ব্যবসায় পরিচালনায় প্রত্যেকেই অংশ গ্রহনের অধিকারী হয় তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে। ১২.সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কী? উত্তর :যদি কোন অংশীদারি ব্যবসায়ে কোন অংশীদারের দায় সীমিত বা সীমাবদ্ধ থাকে তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলে। ১৩. ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কী? উত্তর :কোন অংশীদারি চুক্তিপত্রে অংশীদারগণ ব্যবসায়ের স্থায়িত্বকাল বা মেয়াদের সীমানা নির্ধারণ না করলে তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলে। ১৪.নিদিষ্ট অংশীদারি ব্যবসায় কী? উত্তর :যে অংশীদারি ব্যবসায় নিদিষ্ট মেয়াদ এবং নিদিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হয় তাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায় বলে। ১৫. সক্রিয় অংশীদার কী? উত্তর :যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিযোগ ছাড়াও ব্যবসায়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাকে সক্রিয় অংশীদার বলে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন